
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জজ আদালতে জনবল ও অবকাঠামো সংকটে বিঘিœত হচ্ছে বিচারিক সেবা। ফলে ভোগান্তি বাড়ছে বিচারপ্রার্থী মানুষের। সংশ্লিষ্ট দপ্তর এসব সমস্যা সমাধানে আশু ব্যবস্থা গ্রহণ না করলে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।
জানা যায়, জেলা জজ আদালতের অধীন অন্যান্য আদালত গুলোতে বিচারাধীন মামলা রয়েছে ৫৭,১০৬টি। এরমধ্যে সিভিল মামলা ৪৩,৮০৯টি এবং ক্রিমিনাল মামলা রয়েছে ১৩,২৯৭টি। এসব মামলার বিচার কাজ পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ের ১৭টি আদালতের কার্যক্রম বর্তমানে চলমান আছে। জেলা জজ আদালতের তিন তলা ভবনের সকল কক্ষে বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন আদালতের সেরেস্তা ও দপ্তর সমূহের কার্যক্রম অপেক্ষাকৃত ছোট আয়তনের কক্ষে চলমান থাকায় দাপ্তরিক কার্যক্রম ও নথি ব্যবস্থাপনা দারুণভাবে বিঘিœত হচ্ছে।
এছাড়া অতি সম্প্রতি সাতক্ষীরা জেলায় আরও ১৬টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে। কিন্তু আদালত ভবনের উর্ধমূখী সম্প্রসারণের সুযোগ না থাকায় উক্ত নবসৃজিত আদালত সমূহের এজলাস ও দপ্তরের জন্য কিভাবে কক্ষ বরাদ্দ সম্ভব হবে তা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে চলমান আদালত সমূহের সহায়ক কর্মচারীদের জন্য ১২৯টি পদ থাকলেও তার মধ্যে ৩২টি পদে এই মুহূর্তে কোন জনবল নাই। ফলে তীব্র জনবল সংকটে ভুগছে দাপ্তরিক সেবা। তাছাড়াও নবসৃজিত ১৬ টি আদালতের জন্য এখনো কোনো জনবল কাঠামো তৈরি হয়নি মর্মে সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়।
বিদ্যমান আদালত সমূহের মধ্যে যুগ্ম জেলা জজ, ২য় আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কোন জনবল কাঠামো না থাকায় ভোগান্তি তীব্রতর হয়েছে। একই সহায়ক কর্মচারীকে একাধিক দপ্তরের দায়িত্ব পালন করতে হচ্ছে।
এসব আদালতের জনবল ও অবকাঠামো সংকটের দিকটি নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তর আশু ব্যবস্থা গ্রহণ না করলে সাতক্ষীরার বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করবে মর্মে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম এই প্রতিবেদককে জানান ৩,৮৫৮.৩৩ বর্গ কিলোমিটার আয়তনের ২২ লক্ষেরও বেশী জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরা জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জেলা সদরে অবস্থিত জেলা ও দায়রা জজ সহ অন্যান্য আদালতে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন বিচারিক সেবা প্রাপ্তির প্রত্যাশায়। বর্তমানে এখানে ১৭টি আদালতের কার্যক্রম চলমান আছে এবং আরও নতুন করে ১৬টি আদালত সৃষ্টি করা হয়েছে। এসব আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবলের পাশাপাশি অবকাঠামো সংকট নিরাসন জরুরী। এ জন্য আমরা আইনজীবী সমিতির পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, স্বল্প সময়ে বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার দিতে বর্তমান সরকার সাতক্ষীরার জেলা জজ আদালতে নতুন করে ১৬টি আদালত সৃষ্টি করেছেন। যেটি ছিল সাতক্ষীরা বাসির দীর্ঘদিনের প্রানের দাবি। এখন দরকার, প্রয়োজনীয় সংখ্যক জনবল এবং অবকাঠামো। সেটি দ্রুত নিশ্চিত করা না গেলে বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ চরম আকার ধারন করবে। এই জন্য আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানাবো, যেন সাতক্ষীরার আদালত অঙ্গনের জনবল ও অবকাঠামো সংকট সমাধানের জন্য অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাতক্ষীরা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সুফিয়ান জেলা জজ আদালতের তিন তলা ভবনের সকল কক্ষে বর্তমানে কার্যক্রম চলমান আছে জানিয়ে বলেন, নতুন করে ১৬টি আদালত সৃষ্টি হওয়ায় এবং আদালত ভবনের ঊর্ধমুখী সম্প্রসারণের সুযোগ না থাকায় নবসৃজিত আদালত সমূহের এজলাস ও দপ্তরের কক্ষ বরাদ্দ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিলে সংকট সমাধান অনেকাংশে সহজ হবে বলেও জানান তিনি।