
সিরাজুল ইসলাম, শ্যামনগর: সাতক্ষীরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর বদলিজনিত বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেছেন কর্মকর্তা -কর্মচারী ও ঠিকাদাররা।
বুধবার (১৬ জুলাই) বিকাল তিনটায় সাতক্ষীরা এলজিইডির সম্মেলন কক্ষে বিদায়ী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশিষ্ট ঠিকাদার মোঃ আব্দুল হাকিম।
সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – এলজিইডির সদর উপজেলা প্রোকৌশলী মোঃ ইয়াকুব আলী, বিশিষ্ট ঠিকাদার আসাদুজ্জামান সেলিম, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি ইকবাল জমাদ্দার, শ্যামনগর উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, আশাশুনি উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট ঠিকাদার আনোয়ারুল ইসলাম আনু, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন তপু, সুমনুর রহমান প্রমুখ।
বিদায়ী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামানকে ঠিকাদারদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
এসময় সংবর্ধিত নির্বাহী প্রকৌশলী বলেন, সাতক্ষীরায় যোগদানের পর থেকে অদ্যবধি ভালো কাজ করার মানসিকতা নিয়ে চলেছি। ২০১৮-১৯ সালের সময়েরও ফেলে রাখা অনেক কাজ সংশ্লিষ্ট ঠিকাদারদের মাসের পর মাস তাগিদ দিয়ে কাজগুলো সম্পন্ন করিয়েছি। রাস্তা, কালভার্ট,ব্রীজসহ সাতক্ষীরায় উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি।
তিনি বলেন, বর্তমান সরকারের অনেক সচিব উপদেষ্টা পরিষদে রয়েছেন। তাদের সাথে যোগাযোগ করে অনেক প্রকল্প সাতক্ষীরায় এনেছি। অনেক চলমান রয়েছে। আগামীতেও হাজার হাজার কোটি টাকার অনেক বড় বড় বাজেটৈর অপেক্ষায় সাতক্ষীরা। এসব কাজ হলে সাতক্ষীরায় আরো উন্নতি হবে। তিনি বলেন, সাতক্ষীরার মানুষখুবই আন্তরিক ও ভালো মনের। তারপরও ভালো মানের কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে কখনো কখনো ঠিকাদারদের সাথে মনোমালিন্য হয়েছে। এগুলো মনে না রাখার আহ্বান জানিয়ে তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করবেন। এতে নিজের ও সাতক্ষীরার সুনাম বাড়বে। কাজ পাওয়ার পর ফেলে রাখলে ঠিকাদারের লোকসান হয়। পাশাপাশি আমাদের (কর্মকর্তাদের) উর্ধ্বতন কর্তৃপক্ষের কৈফিয়তের সম্মুখীন হতে হয়। নানাবিধ জবাবদিহি করতে হয়।
এসময় সিনিয়র প্রোকৌশলী মোঃ রাজিউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুকুল আলম,আপার ডিভিশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, হিসাবরক্ষক কাজী আরিফ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মোঃ কামরুজ্জামান ২০২৩ সালের আগস্ট মাসে সাতক্ষীরা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি এলজিইডি খুলনা অফিসে যোগদান করবেন। আর সাতক্ষীরায় যোগদানের কথা রয়েছে এ এস এমন তারিকুল হাসান খানের। তিনি এলজিইডি ঢাকা থেকে সাতক্ষীরায় নির্বাহী প্রকৌশলী হিসেবে আজই দায়িত্বভার গ্রহণ করবেন।