
তালা প্রতিনিধি : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্ততঃ ১০ জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হবার খবর পাওয়া যায়নি। সোমবার(১৭ জুলাই) সকাল ৬টায় তালা ও সাতক্ষীরা সদর উপজেলা সীমান্তবর্তী বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার বিকালে রংপুর থেকে ছেড়ে আসা রংপুর-সাতক্ষীরর শ্যামনগর রুটের বাসটি(রংপুর-ব-১১-০০১৩) চালাচ্ছিলেন সুপারভাইজার বাপ্পী। এ সময় চালক তরিকুল ইসলাম বিশ্রাম নিচ্ছিলেন। বিনেরপোতা এলাকায় আসার পর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় এবং একটি বিদ্যুতিক খুটিতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অন্ততঃ ১০ জন আহত হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহিতুল ইসলাম জানান, বাসটির প্রায় ৩০ জন যাত্রী এখন পর্যন্ত অক্ষত আছেন। তবে কেউ কেউ সামান্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালিয়েছেন।