কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ কামাল বখত সাকীর ২৪তম মৃত্যু দিবসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে খতমে কুরআন, মিলাদ, স্মৃতিচারণ ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ কামাল বখত স্মৃতি সংসদের সভাপতি বে-নজির তোহ্ফা ও সাধারণ সম্পাদক বেনজির রীশতার আয়োজনে এ মজলিশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় মজলিশে প্রধান অতিথি ছিলেন জেলা ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। এড. শেখ মোজাহার হোসেন কান্টুর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কাজী আকতার হোসেন, হারুণ অর রশিদ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, এড. হাবিব ফেরদাউস শিমুল, জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চেয়ারম্যান সাফিয়া পারভীন, শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, সুকুমার দাশ বাচ্চু, এম হাফিজুর রহমান শিমুল, মীর জাহাঙ্গীর হোসেন, এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সেলিম শাহারিয়ার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচানা করেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুধীবৃন্দ।