সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব মো: আব্দুল আলিম চেয়ারম্যানের নেতৃত্বাধীন বিদ্যমান আহবায়ক কমিটি বাতিল করে রহমতউল্লাহ পলাশকে আহবায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটিতে রয়েছেন, আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম-আহবায়ক তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম-আহবায়ক মো. আখতারুল ইসলাম এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
রবিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়েছে।