
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে জিরা আমদানি। গত অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে মসলা পণ্যটির আমদানি কমেছে অন্তত ১২০ টন। এর কারণ হিসেবে বাজারে চাহিদার পতনকে উল্লেখ করেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এ বন্দর দিয়ে ২৭২ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ১১ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩৯১ টন জিরা, যার মূল্য ছিল ১৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পণ্যটির আমদানি কমেছে ১১৯ টন।
বন্দরে ভারত থেকে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে জিরার দাম কমেছে। দুই-তিন সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিপ্রতি জিরার দাম ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে দাম কমার পেছনেও প্রভাব ফেলেছে ভোক্তা পর্যায়ে চাহিদার পতন।
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের খুচরা মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার এন্টারপ্রাইজে প্রতি কেজি ভারতীয় জিরা বিক্রি হয়েছে ৫৮০ টাকায়, তুরস্কের জিরা ৭৮০ ও সিরিয়ার জিরা ৮০০ টাকায়।
দুই-তিন সপ্তাহ আগে একই প্রতিষ্ঠানে ভারতীয় জিরার দাম ছিল কেজিপ্রতি ৬২০-৬৩০ টাকা। অন্যদিকে তুরস্ক ও সিরিয়ার জিরা যথাক্রমে ৮৪০ ও ৮৭০ টাকায় বিক্রি হয়েছিল।