
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সব কয়টি উপজেলায় নারিকেলের কদর বেড়েছে । জেলার বিভিন্ন উপজেলার বেশকিছু বাজারে ঘুরে দেখা যায় নারিকেলের আকাশদাম কোন কোন বাজারে প্রতিপিস নারিকেল ২০০ টাকা থাকে ৩০০ টাকা পর্যন্ত দাম চাচ্ছে । ক্রেতারা নারিকেল কেনার জন্য বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন । সাতক্ষীরা বড় বাজারে যেয়ে দেখা হয় নারকেল ক্রেতা কেনারাম মন্ডল ,যতীন্দ্রনাথ মন্ডল, কার্তিক মন্ডল ,রতন মন্ডল, সাধন চন্দ্র মন্ডল ও বলরাম মন্ডল এরা সবাই পূজা উপলক্ষে বাড়িতে নানা আয়োজনের মধ্যে নারিকেলের প্রয়োজনে বাজার সরষে বেড়াচ্ছে কেনার জন্য কিন্তু দরদামে কিনতে পারছে না ।বাজারগুলোতে বাঙালি সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে নাটোরের সিংড়ায় বেড়েছে নারিকেল বিক্রির ধুম। পূজা উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারিকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েস সহ তৈরি করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারিকেলের। ক্রেতারা ছুটছেন দোকানে। দাম দর করে বেশি দাম হলেও কিনছেন নারিকেল। নারিকেলের পাশাপাশি কেনা বেচায় কদর বেড়েছে গুড়ের দোকানেও।
সরেজমিনে সাতক্ষীরা কদমতলা বাজারে গিয়ে দেখা যায় নানা সাইজের নারিকেলের পসরা সাজিয়ে বসেছেন ১৫ থেকে ২০ টি দোকান। দোকানে সাধারণ ক্রেতাদের ভিড়। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতাও। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া
৩৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ৪০০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ৪৪০ থেকে ৫০০ টাকায় বিক্রয় হচ্ছে।
উপজেলার জয়বাংলা মোড়ের সুজিত সাহা জানান, নারিকেল ছাড়া পূজা উৎসবের কথা ভাবাই যায় না। তিন জোড়া নারিকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত বছর যে নারিকেল ১ জোড়ার দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। ১ বছরের ব্যবধানে প্রতি জোড়া নারিকেলের দাম বেড়েছে ১২০ থেকে ২০০ টাকা।
নারিকেল ব্যবসায়ী শাহিন আলম ও জামাল উদ্দিন জানান, সারা বছর কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষ্যে বিক্রি হয় সব চেয়ে বেশি। এ বছর সবেমাত্র কেনা বেচা শুরু হয়েছে। আমরা আশা করছি আশানুরূপ বিক্রয় করতে পারবো। তারা জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারিকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়া ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারিকেল কিনতো এখন তারা কিনছেন ৫ জোড়া।
সাতক্ষীরা সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এই প্রতিবেদককে জানান, এ বছর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে মোট ৮২ টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মালম্বীদের পূজা পার্বণে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি ব্যবহৃত হয়। সে কারণে নারিকেল ও গুড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি আপ্যায়নেও নারিকেলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি থাকে বলেও জানান তিনি।