সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পৌর মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগ। এছাড়া ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার রাতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
পৌর-১ এর ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০২৭.২২.২৩১ নং স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র চিশতীর বিরুদ্ধে ২০২২ সালের ২৪ ডিসেম্বরে ৫১ নং এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর নং- ৯৬২/২০২২ নং মামলা হয়। এর মধ্যে জিআর মামলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন। এই কারণে তাকে মেয়র পদ থেকে অপসারন করার সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ।
এদিকে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজের দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিমউদ্দীন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব বুঝিয়ে দেন। মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়ের হিসেবে কাজী ফিরোজ হোসেনের দায়িত্ব গ্রহণে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডে কামরুজ্জামান হিমেল, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডের শফিকুল আলম বাবু, সংরক্ষিত নারী কাউন্সিল নুরজাহান খাতুন নুরী ও অনিমা রানী মন্ডল প্রমুখ। অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন ৯নং ওয়ার্ড কাউন্সিল শেখ শফিকউদ্দৌলা সাগরসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।