সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ৯ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়নের গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, পদ্মশাখরা, হিজলদী, কালিয়ানী ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানা,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। এছাড়া অন্যান্য বিওপি এলাকাগুলো থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ ও পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল বলে জানায় বিজিবি।
তিনি আরো জানান, আটককৃত পণ্যসমূহ সাতক্ষীরা কাস্টমসে জমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত