
সিরাজুল ইসলাম, শ্যামনগর: শ্যামনগর উপজেলায় এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১৪২জন। মোট পাশ করেছে ১হাজার ১৭১জন। ৪০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ছিল ১হাজার ৭৭৪জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রকাশ উপজেলায় বেশি জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা ৪২জন। দ্বিতীয় জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হলো নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় ও কাশিমাড়ী আদর্শ স্কুল এন্ড কলেজ। এ দুই বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা হলো ১২জন। তৃতীয় অবস্থানে জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হল নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা ১০ জন।
উপজেলায় ফলাফলে পারসেনটেজে এগিয়ে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ৭৬ জন পাশ করেছে ৬৯ জন। পাশের হার ৯০.৭৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২৪জন। পাশ করেছে ১০৯ জন।পাশের হার শতকরা ৮৭.৯০। তৃতীয় অবস্থানে পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়। মোট পরীক্ষার্থী ৩৯জন এবং পাশ করেছে ৩৪ জন। পাশের হার ৮৭.১৮ ।