
সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে। ঢাকা সমবায় অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলা হিসেবে শ্যামনগরের একশ দুগ্ধ উৎপাদনকারীর মধ্যে গত ১৬ জুলাই বুধবার উক্ত চেক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সমবায়ীদের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কাযালয় যুগ্ম-নিবন্ধক মোঃ নূরুন্নবী। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ সেলিম আখতার, উপজেলা কর্মকর্তা জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।
শ্যামনগর উপজেলা সমবায় দপ্তরের নিবন্ধিত সুন্দরবন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এবং আদি যমুনা প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর মোট ১০০ জন সদস্যের মধ্যে বকনা বাছু ক্রয়ের জন্য দুই লাখ টাকা করে ঋণের চেক বিতরণ করা হয়।
এদিকে সাতক্ষীরার শ্যামনগরে সমবায় দপ্তরের উদ্যোগে সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গত ১৫ জুলাই সোমবার সকাল দশটায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মোঃ নুরুন্নবী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমবায় অফিসার মোঃ সেলিম আকতার।
শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বিভিন্ন ক্যাটাগরির সমবায় সমিতির নিকট তাদের কার্যক্রম এবং চ্যালেঞ্জসমূহ সম্পর্কিত মতামত গ্রহন করেন। এসময় তিনি নীট লাভ অর্জনকারী সমবায় সমিতিকে অভিনন্দন জানান ও নিয়মিত লভ্যাংশ বিতরণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি সেলিম আখতার সমবায় সমিতির বিভিন্ন চ্যালেঞ্জ নিরসনে স্থানীয় পর্যায় থেকে সহায়তা ও পৃষ্ঠপোষকতার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোছাঃ রনী খাতুন সমবায় অধিপ্তরের সাথে সরকারের চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে সরকার নির্দেশনা প্রতিপালনের কথা উল্লেখ করেন। শ্যামনগর উপজেলার নিবন্ধিত ২৫ টি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক উক্ত সভায় উপস্থিত থেকে সমস্যাসহ সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।