সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাংবাদিক ও আইনজীবী আব্দুল হামিদ আর নেই। শনিবার (২৪ মে ২০২৫) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহি রেখে গেছেন।
মরহুমের স্বজনরা জানান, এড. আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে তার শারিরীক অবস্থার অবনতি হলে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে আনা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার দুপুর ২টায় সোনাবাড়িয়ায় মরহুম সাংবাদিক আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী আমবাগানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য দেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির গোলাম কবির, বিএনপি নেতা আব্দুল হামিদ, কলারোয়া থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, মরহুমের ছোটভাই শিক্ষক আব্দুল আজিজ বাবু।
প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের পরিচালনায় জানাজা পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, সাংবাদিক সাইফুল্যাহ আজাদ, এস এম জাকির হোসেন, খোরশেদ আলম, আব্দুল আলিম, শিক্ষক সালাহউদ্দিন, স্থানীয় যুবদল নেতা মোখলেছুর রহমান, মিলন, তাহেরুল ইসলাম, সাহাঙ্গীর, রাজু, খোরশেদ, হাফিজুল ইসলাম প্রমুখ।
জানাজা নামাজ পরিচালনা করেন শিক্ষক মাওলানা জসীম উদ্দিন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এরআগে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোট রেফারেন্সসহ পরে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলমসহ সমিতির কর্মকর্তরা মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি সূত্র জানায়, ১৯৬০ সালের ২০ এপ্রিল সাতক্ষীরার কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৭৬ সালে যশোর শিক্ষাবোর্ডের অধীনে সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি এবং ১৯৭৮ সালে যশোর শিক্ষাবোর্ডের অধীনে কলারোয়া কলেজ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮২ সালে খুলনা আযম খান কমার্স কলেজ হতে এ্যাকাউন্টিং এ অনার্স মাষ্টার্স পাস করেন। ১৯৯৫ সালে সাতক্ষীরা “ল” কলেজ হতে এলএলবি পাশ করেন এবং ০১/০৪/১৯৯৫ তারিখে সাতক্ষীরা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
মরহুম আব্দুল হামিদ সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার কলারোয়া প্রতিনিধি ছিলেন। তাহাছাড়া তিনি কলারোয়া প্রেসক্লাবের বার বার নির্বাচিত সভাপতি ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত