সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালি ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশানঘাট এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।
অপরদিকে, বৈকারী বিওপির আভিযানিক দল মেইন পিলার-৭/৪১ এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন বৈকারী কাপালিপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। একইদিন কুশখালি বিওপির সদস্যরা মেইন পিলার-১২/২ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ৯ আরবি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেতুলতলা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত সকল ভারতীয় মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা হবে।
দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। তারা সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য বিজিবির প্রতি আহ্বান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত