
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৩ জনকে আটক করেছে বিজিবি। একই সময় পৃথক অভিযান চালিয়ে হিজলদী সীমান্ত থেকে এক নারী ও যুবককে আটক করা হয়। আজ শুক্রবার ভোররাতে ও সকালে তাদের পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মো: জসিম উদ্দিন (৩৮), সদর উপজেলার লক্ষীদাড়ী এলাকার আসাদুল সরদারের ছেলে মো: বিলাল হোসেন (২৩) এবং মো: শামছুজ্জামান (৩৯) শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত সামছুল মোল্লার মেয়ে নাগরিক মৌসুমী (৩৪), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার রুদ্রপানা গ্রামের মৃত আয়নাল উদ্দীন শেখের ছেলে মো: মামুন (৩৩)।
সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন বিজিবি‘র অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক জানান, আটককৃতদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।