সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে বিজিবি ৮ স্বর্নের বার উদ্ধার করেছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম। যার মূল্য ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার বাইশ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: আশরাফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ৭/৫৪- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সীমান্তে অবস্থান নেয়। এসময় ওই এলাকা দিয়ে এক যুবক বাইসাইকেলে চালিয়ে যাওয়ার বিজিবি সদস্যদের দেখতে পেয়ে সাইকেল রেখে পালিয়ে যায়। এসময় চোরাকারবারীর ফেলে যাওয়া বাইসাইকেল তল্লাশী করে সিটের নীচে পাইপের ভিতরে থাকা ০৮ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম ১২০ মিলিগ্রাম। যার মূল্য ৮৬,৫০,০২২/- (ছিয়াশি লক্ষ পঞ্চাশ হাজার বাইশ) টাকা। এঘটনায় সাতক্ষীরা সদও থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত