
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে দেড়কেজি ওজনের ১১ টি স্বর্ণেরবার সহ জাকির হোসেন (৩১) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে তাকে ভোমরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে আটক করা হয়। আটক হওয়া জাকির হোসেন লক্ষীদাড়ী এলাকার আরিজুল মোল্লার ছেলে।
সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় জাকির হোসেনকে আটককের পর তার দেহ তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার মূল্য ১,৬০,৭০,৫২৮/- (এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার পাঁচশত আঠাশ) টাকা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত