সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারতে পাচারকালে ০৪ টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার ভোরে ভোমরার তেঁতুলতলা নামক স্থান থেকে ওই সোনা পাচারকারীকে আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান,ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ০১ জন আসামীসহ ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বার আটক করে।
সীমান্তের পিলার ২/৫-এস হতে আনুমানিক ০৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮) কে আটক করে। সে আলিপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে।
তাকে তল্লাশী করে ০১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ০৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম । যার বাজার মূল্য ৬৬,৮০,৮৮৫/- (ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচাশি) টাকা।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে উদ্ধার কৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত