ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ৫৯ বোতল ভারতীয় মদ, শাড়ি ও বিপুল পরিমাণ ঔষধ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে দিনব্যাপী পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কেড়াগাছি এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদ ও ঝাউডাঙ্গা ক্যাম্পের টহল দল চেকপোস্ট এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়া কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে ভারতীয় শাড়ি ও ঔষধসহ মোট ২২ লাখ ১৮ হাজার ৫০০ টাকার মালামাল জব্দ করা হয়।
অভিযানকালে- কাকডাঙ্গা বিওপি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ, মাদরা বিওপি ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপি ৩৫ হাজার টাকার শাড়ি, পদ্মশাখরা বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, ভোমরা বিওপি ৩৫ হাজার টাকার শাড়ি, কালিয়ানী বিওপি ৭০ হাজার টাকার ঔষধ এবং চান্দুরিয়া বিওপি ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল ভারত থেকে বাংলাদেশে আনছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।
আটককৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। পরে জনসম্মুখে মাদকদ্রব্য ধ্বংসের ব্যবস্থা করা হবে।
স্থানীয় জনগণ বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়ে সীমান্তে এ ধরনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত