
সাতক্ষীরা প্রতিনিধি: আজ ৭ ডিসেম্বর সাতক্ষীরা হানাদার মুক্ত দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের মুক্তিযোদ্ধা সংসদে এসে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির,অতিরিক্ত জেলা প্রশাসক মো: মঈনুল ইসলাম। সভায় বীর মুক্তিযোদ্ধারা,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।