তালা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা- (তালা-কলারোয়া) আসনের চারটি সংসদীয় আসনের ১২ জন প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম জানান, সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন ১২ জন প্রার্থী। এই আসনের সকল প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে তাদের সবকটিই বৈধ বলে বিবেচিত করা হয়েছে।
এ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টি থেকে বর্তমান এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টি থেকে সৈয়দ দিদার বখত, জাসদ থেকে ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেস ইয়ারুল ইসলাম, তৃনমুল বিএনপির সুমি ইসলাম, জাকের পার্টির খোরশেদ আলম, মুক্তিজোট থেকে শেখ আলমগীর হোসেন, এছাড়া স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক এমপি আওয়মী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম।
সাতক্ষীরা-১ আসনের সকল প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা
Leave a comment