তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের প্রার্থীরা। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান এবং জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি সরদার মুজিব। তিনি কলারোয়া উপজেলার বাসিন্দা।
ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান জানান, যেহেতু দলের পক্ষ থেকে সতন্ত্র নির্বাচন করায় কোন বিধি নিষেধ নেই, সেকারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
সরদার মুজিব জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে নিষেধ করেননি। তাই সাতক্ষীরা-১ আসনে তিনি প্রার্থী হচ্ছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত