তালা প্রতিনিধি : আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টি এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীসহ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বার) পর্যন্ত ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, ওয়ার্কার্স পার্টির বর্তমান সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, জাসদ থেকে ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ কংগ্রেস ইয়ারুল ইসলাম, তৃণমূল বিএনপি থেকে সুমি, জাকের পার্টি থেকে খোরশেদ আলম, মুক্তিজোট থেকে শেখ আলমগীর হোসেন, এছাড়া স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক এমপি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত