ডেস্ক রিপোর্ট : আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনাসহ গত জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনায় তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে। আজ এই ট্রাইব্যুনালে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।
এদিকে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।
সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, আশুলিয়া ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে।
এদিকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত