ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (০১ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহাংগীর আলমকে ২০২২ সালের ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। ওই বছরের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন তিনি।
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন জাহাংগীর। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ছিলেন জননিরাপত্তা বিভাগের দায়িত্বে।
সচিব হওয়ার আগে জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি বিভিন্ন দফতরের শীর্ষপদে পরিবর্তন করা হয়। এরই অংশ হিসেবে গত ১৪ আগস্ট সমালোচনায় থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত