
তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা-কর্মী গত ২৭ আগস্ট জামিন পাওয়ার খবরে জেলাব্যাপি বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাস প্রকাশ করে।
তারা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও সভা-সভাবেশ করে। তালা উপজেলার ১২টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। কারামুক্তির পর সাবেক এমপি হাবিবকে গণসংবর্ধনা প্রদানের জন্য প্রস্তুতি সভা অব্যাহত রেখেছে।
তথ্য মতে, তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠ চত্ত্বরে সংবর্ধনা প্রদান করা হবে। অনুরূপভাবে কলারোয়া সদরে ফুটবল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম জানান, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব তালা-কলারোয়া নজিরবিহীন উন্নয়ন করেছেন। তালা ব্রিজ, তালা ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন, তালা হতে মহান্দী হয়ে হাজরাকাটি-জাতপুর বাজার ১২ কি.মি পিচের রাস্তা করেছিলেন। তালা-কলারোয়ায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠা তাঁরই অবদান। আগামী সোমবার তিনি কারামুক্ত হবেন বলে তথ্য পাওয়া গেছে। কারামুক্তির পর তাকে তালা ও কলারোয়া সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং ইতোমধ্য প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত