
জন্মভূমি রিপোর্ট : নগরীর ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সির এবং কাউন্সিলর প্রার্থী মো. মাহবুব কায়সার ও তার পরিবারের সদস্যদের হুমকি দেয়ার ঘটনায় খুলনা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। রোববার খুলনা থানায় এই ডায়রী করা হয়। যার নং ৪৫০।
পুলিশ জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টায় ২০-২৫টি মোটর সাইকেল যোগে ৪০-৫০জন অজ্ঞত নামা যুবক কয়লাঘাট কায়সার গলির তার বাড়ির গেটে লোহার রড় ও লাঠি নিয়ে এসে গালাগালি করে এবং নির্বাচন থেকে সরে দাড়াতে বলে। নির্বাচন থেকে সড়ে না দাড়ালে জীবনে শেষ করে দেয়ার হুমকি দেয়।
কাউন্সিলর প্রার্থী মাহবুব কায়সার বলেন, এই ঘটনার পরই তার সমর্থক ও এলাকার লোকজন নিয়ে সিটি মেয়রের সাথে দেখা করলে তিনি নির্ভয়ে তাকে নির্বাচনী কাজ করার জন্য আশ^স্ত করেন এবং বেশী করে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত করার জন্য বলেন। তিনি বলেন এর আগেও সে ওই ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।