
জি এম ফিরোজ, ডুমুরিয়া :বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী স্মরণ সভায় বক্তারা বলেন; গাজী আব্দুল হাদী ছিলেন বিনয়ী, সদালাপী, সুশৃংখল এবং নীতি আদর্শের একজন মানুষ। ক্ষমতার কাছে থেকেও তিনি কখনও দাম্ভিকতা দেখাননি। খুব সহজে তিনি আপন করে নিতে পারতেন। তিনি আদর্শের রাজনীতি করে বিল ডাকাতিয়ার জনগণকে সংগঠিত করে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। বক্তারা আরও বলেন; তিনি আদর্শের সেবক হিসেবে দু:সময়ে নেতা কর্মীদের পরিবারের খোঁজ খবর রাখতেন। গতকাল সোমবার দুপুরে ডুমুরিয়ার শাহপুর বাজারে গাজী আব্দুল হাদী চত্বরে রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান শাকুর উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রয়াত নেতার স্মৃতি চারণ করেন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেসবাহুল আলন টুটুলের সঞ্চালনায় স্মরণসভায় আলোচনা করেন; খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামীলীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম গাজী আব্দুল হাদীর পুত্র গাজী এজাজ আহম্মেদ, বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা শাখার শাখার সাধারণ সম্পাদক ডা. দীন মোহাম্মাদ খোকা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুখ, কোষাধ্যক্ষ গাজী তৌহিদ, গাজী আব্দুল হক, অরিন্দম মল্লিক, কাজী মেহেদী হাসান বিল্লাল, সরদার আবু হাসান, বি এম বিল্লাল হোসেন, জি এম জাফর সাদেক, খান আবুল বাশার প্রমূখ।