
বিজ্ঞপ্তি : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম মিথুনকে দেখতে মঙ্গলবার দুপুরে হাসপাতালে যান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ খান, আতিকুর রহমান, শাহানুর আলম, শেখ মোঃ শাকিল, শিমুল দেবনাথ, রাজিব সরকার রাহুল, মোহাইমিনুল ইসলাম মাহিন, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত প্রমুখ। এছাড়া সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছার চাঁদখালী নিবাসী হরমুজ আলীকে দেখতে যান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।