
বিজ্ঞপ্তি : জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর বসুপাড়া এতিমখানা মসজিদে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মিজানুর রহমান মিজান, কামরুজ্জামাল জামাল, মো. শাহজাদা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, শেখ মো. আবু হানিফ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, আব্দুল কাইয়ুম গোরা, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, শামীম হাসান লিটন, কাজী জাকির হোসেন, আব্দুর রহিমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মো. মোস্তাফিজুর রহমান সেলিম গত মঙ্গলবার ভোরে কোলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়োবেটিকসহ নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।