ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করেছে সিআইডি।
আজ বৃহস্পতিবার (১৫ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি জানান, সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি বিশেষ দল আজ ভোরে রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি এস এম কামাল হায়দারকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত