বিজ্ঞপ্তি : বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অবসরপ্রাপ্ত সচিব আব্দুর রব আকন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সোমবার রাতে ঢাকাস্থ বাসভবনে রাতের খাবার খাওয়ার সময় তিনি স্ট্রোক করেন। সাথে সাথে তাকে ইবনে সিনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরহুম আব্দুর রব আকন মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, পাচ কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুর রব আকন এর বড় ছেলে মো: আনিসুল হক খুলনা সিটি করপোরেশনের সাবেক রাজস্ব কর্মকর্তা। তার অপর সন্তান ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জুয়েল এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব খুলনার সাধারণ সম্পাদক এবং সম্মিলিত পেশাজীবি পরিষদ নেতা।
মঙ্গলবার বাদ জোহর নিরালা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহীর, সম্মিলিত পেশাজীবি পরিষদ আহবায়ক অধ্যক্ষ মাজহারুল হান্নান, সদস্য সচিব অধ্যাপক ডা: সেখ মো: আখতার উজ জামান, কৃষিবিদ এস এম ফেরদৌস, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এরপর নিরালা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে আব্দুর রব আকন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: তারিকুল ইসলাম জহীর প্রমুখ।
সম্মিলিত পেশাজীবি পরিষদ :
অনুরূপ বিবৃতি দিয়েছেন পরিষদের আহবায়ক অধ্যক্ষ মাজহারুল হান্নান, সদস্য সচিব অধ্যাপক ডা : সেখ মো : আখতার উজ জামান, যুগ্ম আহবায়কবৃন্দ প্রফেসর ড. হারুন অর রশিদ খান, ডা: রফিকুল হক বাবলু, কৃষিবিদ এস এম ফেরদৌস, সাংবাদিক মো: আনিসুজ্জামান, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, অধ্যাপক মনিরুল হক বাবলু প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত