
জন্মভূমি রিপোর্ট : খুলনা জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদকে সুজার মৃত্যুবার্ষিকী আজ শনিবার।
মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আ’লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৭ জুলাই শনিবার সকাল ৯টায় টুটপাড়ায় কবর জিয়ারত, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং কোরআন খানি, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা।
উলিখিত কর্মসূচিতে মহানগর ও জেলা আ’লীগের নেতৃবৃন্দ, থানা, উপজেলা ও ওয়ার্ড, ইউনিয়ন আ’লীগ এবং মহানগর ও জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলর ও চেয়ারম্যানকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহব্বান জানিয়েছেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, নগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।