জন্মভূমি ডেস্ক : ছাত্রলীগের দুই নেতাকে মারধর করায় বদলি হওয়া ঢাকা মহানগর পুলিশের এডিসি হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
কী ব্যবস্থা নেয়া হয়েছে তা স্পষ্ট না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মানবজমিনকে বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
শনিবার রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে রোববার তাকে প্রথমে পিওএম ও পরে এপিবিএনে বদলি করা হয়।