বিজ্ঞপ্তি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ, রাষ্ট্র, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে খুলনার এক মতবিনিময় সভায় উঠে এসেছে। কোনটি সঠিক কোনটি ভুল এটি জানার কৌশল সম্পর্কে অবগত হলে আগামীতে গুজব প্রতিরোধ সহজ হবে। শনিবার নগরীর জেলা সমাজসেবা কমপেক্স সেমিনার কক্ষে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষণা সহাকারী ইফতেখার হোসেনের একটির তথ্যপত্র উপস্থাপনার পর মতবিানময় সভায় অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, এডিসি (দক্ষিণ) এ জেড এম তৈমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিব ইকবাল, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, খান মোতাহার হোসেন, আবু তৈয়ব, সুতপা বেদজ্ঞ, প্রদীপ কুমার সাহা, মো: মনিরুজ্জামান, অসীম আনন্দ দাস, অ্যাড. বাবুল হাওলাদার, ফাদার সেরেপিন সরকার, হাসান হিমালয়, রেখা মারিয়া বৈরাগী, শিরিন পারভীন, এস এম সোহেল ইসহাক, তরিকুল ইসলাম তাজ প্রমুখ।