
জন্মভূমি রিপোর্ট : সারাদেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। ফলে সড়কে অনাকাঙ্খিত মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বেপরোয়াগতি ও অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ছয়, সাতক্ষীরায় ভারতীয় প্রকৌশলীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২১ জন মারা গেছে।
॥ রাজশাহী ॥
রাজশাহীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেনে ৬জন। পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার দুপুরে বেলপুকুর পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মো. জামিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
একইদিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহীর পবার নওহাটা জুটমিল এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
॥ সাতক্ষীরা ॥
সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী দুই ভারতীয় নাগরিক নিহত ও একজন আহত হয়েছে। শনিবার সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস (৫৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা রেল লাইন প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল/ট্রাক) হিসাবে কর্মরত ছিলেন
সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক গংগা রানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিক ওয়াসিম কুমার বিশ্বাস খুলনা-মোংলা এলাকায় চলমান রেল লাইন নির্মাণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। ছুটিতে স্ত্রীকে নিয়ে সড়ক পথে দেশে যাওয়ার জন্য তিনি খুলনা থেকে ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের দিকে যাচ্ছিলেন।
॥ যশোর ॥
পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। যশোর অফিস থেকে প্রাপ্ত তথ্যে যশোরে পৃথক সময়ে তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ ৫জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজারে, বেলা ২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলা মোড়ে এবং শুক্রবার রাত সাড়ে ৯টার দিতে কেশবপুর উপজেলা মসজিদপুর নামক স্থানে এই পৃথক দুর্ঘটনা গুলো ঘটে।
হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজারের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় রাজা বাবু(১৩) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া ঘটনাস্থল থেকে বাস চালক ও হেলপারকে আটক করেন।
এদিকে শনিবার দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলা মোড়ে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম(৩৫) নিহত হন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছেন ২জন।
অপরদিকে, শুক্রবার দিনগত রাতে কেশবপুর উপজেলার মজিদপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে বস্ত্র ব্যবসায়ীর অরুণ কুমার পাল ঘটনাস্থলে নিহত হন। এ সময় তিনজন আহত হয়েছেন।
॥ গোপালগঞ্জ ॥
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৪ জন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
॥ চট্টগ্রাম ॥
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল আটটায় উপজেলার মিরসরাই বিসিক রোড়ের মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন গ্যাসলাইন নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এসশয় অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
চালক বেপরোয়া গতিতে লরি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার।
॥ রাজবাড়ী ॥
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পাংশা উপজেলার হেনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
॥ ময়মনসিংহ ॥
ময়মনসিংহে জেলার ঈশ্বরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পুকুরে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ চারজন। শনিবার সন্ধ্যায় উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
॥ পিরোজপুর ॥
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইজিবাইকের চাপায় মিনতি রানী সিকদার (৫০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ইন্দেরহাট-দৈহারী সড়কের বেলেডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনতি রানী সিকদার উপজেলার দৈহারী ইউনিয়নে দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির একটি প্রকল্পের শ্রমিক ছিলেন।
॥ গাজীপুর ॥
গাজীপুরে টহল পিকআপ ভ্যান উল্টে পুলিশের এক সদস্য নিহত ও উপপরিদর্শকসহ (এসআই) অপর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য হলেন বিতান বড়ুয়া। হতাহত পুলিশ সদস্যরা সবাই গাজীপুর মহানগরীর সদর থানার।
শুক্রবার রাত চারটার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।