বিজ্ঞপ্তি : কৃষি মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি সারের মূল্যবৃদ্ধি করার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মহানগরের উদ্যোগে গত শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন কৃষি মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১২ এপ্রিল থেকে প্রত্যেক সারের মূল্য কেজি প্রতি ৫ টাকা হারে বৃদ্ধি করেছে। মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণ উল্লেখ করেছে। কিন্তু বিশ্ব বাজারের মূল্য পূর্বের তুলনায় কম। এ মূল্যবৃদ্ধিতে কৃষিপণ্যে উৎপাদন খরচ বেড়ে যাবে, যা ভোক্তা সাধারণকেই বহন করতে হবে। গণতন্ত্রহীন এ সরকার যখন খুশি তখনই জনগণের কথা চিন্তা না করে যেকোনো দ্রব্যের মূল্য বিভিন্ন ওজুহাতে বাড়িয়েই চলেছে। বক্তারা সারের মূল্য বৃদ্ধির এই হটকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার জোর দাবি করেন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, কমরেড এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড হুমায়ুন কবির কমরেড দুলাল সরকার, কমরেড জাকির হোসেন কমরেড নুরুল ইসলাম, এস এম চন্দন, ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, সাগর রায়, সৌমিত্র সৌরভ, নাহিদুল ইসলাম প্রমুখ।