
জন্মভূমি ডেস্ক : দুই দশকের বিরতি ভেঙে ‘গদর ২’ দিয়ে ফিরেছেন সানি দেওল। প্রেক্ষাগৃহে চালাচ্ছেন তাণ্ডব। এরইমধ্যে একাধিক ছবির রেকর্ড ভেঙেছে ‘গদরে’র দ্বিতীয় অধ্যায়। আয়ের ঝুলিও ফুলেফেঁপে উঠেছে। এই সাফল্য উদযাপনে গতকাল শনিবার সাকসেস পার্টি দিয়েছিলেন সানি। সালমান খানসহ বলিউডের তাবড় তারকারা এসেছিলেন সেখানে।
তবে সানি দেওলের সাকসেস পার্টিতে সালমানের সামনে দাঁড়াতেই পারেননি অভিনেতা কার্তিক আরিয়ান। শেষ পর্যন্ত পালিয়ে বাঁচেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মেরুন শার্ট ও জিন্স পরে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন কার্তিক। সালমান তাকে দেখে জড়িয়ে ধরেন। কিন্তু কার্তিকের নার্ভাসনেস যেন কিছুতেই কাটছিল না। জায়গা ছেড়ে চলে যাচ্ছিলেন ‘ভুল ভুলাইয়া ২’র নায়ক। ভাইজান তাকে ডেকে নেন একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য।
কিন্তু ‘টাইগার’-এর সামনে দাঁড়িয়ে পোজ দেওয়া কি মুখের কথা? কীভাবে দাঁড়াবেন বুঝেই উঠতে পারছিলেন না কার্তিক। সালমান তাকে বলিষ্ঠতার সঙ্গে দাঁড়ানোর পরামর্শ দেন। চেষ্টা করেছিলেন অভিনেতা। কিন্তু পারেননি। হাসতে হাসতে সরে যান সেখান থেকে।
এদিকে কার্তিকের এই কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ঘটনাটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকরা। তাদের মন্তব্য ‘ছেলেটা নার্ভাস হয়ে গেছে’।
‘গদর’ ছবিতে তারা সিংহের চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওলকে। তার বিপরীতে শাকিনা চরিত্রে ছিলেন আমিশা প্যাটেল। দ্বিতীয় কিস্তিতেও আমিশাকে দেখা গেছে সানির বিপরীতে। ছবিটি নির্মাণ করেছেন অনীশ শর্মা।

