
জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর জেলার সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. সালাউদ্দিন ইফসুফের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সালাউদ্দিন ইউসুফ সারা জীবন দলের একজন নিবেদিত মানুষ ছিলেন। দলের প্রতি তার আস্থা ও বিশ্বাস সত্যিই স্বরণীয়, শত প্রতিকুলতার মাঝেও দল এবং দলের নেতাকর্মীদের প্রতি ছিল তার অবিচল আস্থা। তিনি তার সারাটি জীবন সংগঠনের জন্য উজার করে দিয়েছেন, সকল লোভ লালসার উর্ধে থেকে সংগঠনকে গুছিয়েছেন। আমাদের সবাইকে তার জীবণালেখ্য অনুস্বরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে সত্যিকারেই আমরা সংগঠনের উপর দায়িত্বশীল, আস্থাশীল ও বিশ্বস্ত নেতা কর্মী পাবো।
জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সঞ্চালনায় স্বরণসভায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বিএমএ সালাম, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, হালিমা ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, রকিবুল ইসলাম লাবু, মোল্যা মোজাফফর হোসেন, মোঃ খায়রুল আলম, আজগর বিশ্বাস তারা, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোঃ জামিল খান, মানিকুজ্জামান অশোক, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, হাজী সাইফুল খান, মনোয়ারা খাতুন শিউলি, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, শারমিন সুলতানা রুনা, আকলিমা তুলি, এ্যাড. শিউলি আক্তার লিপি, জান্নাতুল হাওয়া শান্তা, আরিফ চৌধুরী, তারিকুল ইসলাম, কানাই রায়, সৈয়দ হাসানুর রহমান, মৃণাল কান্তি বাছাড়, চিশতি নাজমুল বাসার সম্রাট, বাধন হালদার মো:ইসমাইল মৃধা ইমন প্রমুখ।