
বিজ্ঞপ্তি : নগরীর জাতিসংঘ শিশু পার্কের আড্ডা বাড়িতে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রখ্যাত সাহিত্যিক প্রতিথযশা সাংবাদিক ডাঃ আবুল কাসেমের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রবীণ কবি শেখ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবিতার কৃষক নাজমুল তারেক তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক। বিশেষ অতিথি ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের কো-চেয়ারম্যান ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। মুখ্য আলোচক ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি সাইফুর মিনা। আলোচনা করেন খুলনা রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কবি ডি কে মণ্ডল, কবি সন্দীপ ঘোষ, কবি কাওছারী জাহান মঞ্জু, কবি এড. লোপা রায়, কবি আবির রায়, কবি কামরুল হাসান মৃধা, কবি সন্দীপ সরকার, কবি দেশ আহমেদ রাজু প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম ডাঃ আবুল কাসেমের পৌত্র নতুনতারা’র কেন্দ্রীয় মহাসচিব কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। দোয়া পরিচালনা করেন কবি শেখ মোঃ ইকবাল হোসেন।