জন্মভূমি ডেস্ক : রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুপুর দেড়টার পর তাকে হাজির করা হয়। এরপর তাকে রাখা হয় সিএমএম আদালতের হাজতখানায়।
এদিকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় মির্জা আব্বাসের পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ । এ সংক্রান্ত শুনানি বিকেল ৩টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে।
নথি থেকে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মির্জা আব্বাসকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ৪০ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে সরকারিবিরোধী স্লোগান দেয়।