
বিজ্ঞপ্তি : আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কর্মীসভার আয়োজন করেছে মহানগর যুবলীগ। আজ সোমবার বিকাল চারটায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। আরো উপস্থিত থাকবেন নগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভাপতিত্ব করবেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সঞ্চালনা করবেন নগর সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। কর্মীসভায় নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হলো।