বিজ্ঞপ্তি : আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে খুলনা সরকারি সিটি কলেজের ১ম রি-ইউনিয়ন। এই রি-ইউনিয়ন যাতে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সার্বিক সহযোগিতার আশ^াস দিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। গতকাল বুধবার রাতে নগরীর শেরে বাংলা নগরের নিজস্ব বাসভবনে সিটি কলেজ রি-ইউনিয়ন উদযাপন কমিটির সাথে এক মতবিনিময়কালে তিনি বলেন, সাবেক সিটি কলেজের ছাত্র হিসেবে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই কলেজ খুলনা অঞ্চলের মধ্যে সেরা এটা অনস্বীকার্য। এই কলেজ থেকে পড়াশুনা শেষ করে আজ দেশসহ সারা বিশে^ গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ আছে অনেকে। রি-ইউনিয়নে থাকার জন্য ইতোমধ্যে আমি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। আর যারা বাকি আছে তাদেরকেও রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কলেজ রি-ইউনিয়ন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক, আহ্বায়ক, সদস্য সচিব ও বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কলেজ প্রাঙ্গনে যথারীতি রি-ইউনিয়ন উদযাপন কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় রি-ইউনিয়নের বিষয়ে সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উক্ত সাধারণ সভায় খুলনায় বসবাসকারী সকল শ্রদ্ধেয় প্রাক্তন ও বর্তমান শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থী ভাই-বোনকে নিজ-নিজ শিক্ষাবর্ষের বন্ধুদের সাথে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রি-ইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মো: জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তসলিম আহমেদ আশা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত