বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, স্বচ্ছতার মধ্য দিয়ে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। সিটি নির্বাচনই প্রমাণ করবে শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। স্বচ্ছ নির্বাচনকে বিতর্কিত করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। তাদের এ অপকৌশল ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে ভোটারদের কাছে উন্নয়ন চিত্র তুলে ধরে ভোট কেন্দ্রে আনতে হবে। এ পরীক্ষায় সকল নেতাকর্মীকে বিজয়ী হয়ে তালুকদার আব্দুল খালেককে শেখ হাসিনার কাছে উপহার দিতে হবে।
শুক্রবার বাদ মাগরিব ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, তসলিম আহমেদ আশা, এস এম আকিল উদ্দিন। ২৬নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আলী, শেখ খলিলুর রহমান, আসলাম শেখ, আব্দুস সালাম ফরাজি, মো. জাকারিয়া, শেখ আব্দুল হাফিজ, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, হাফিজুর রহমান লিপু, এস এম সিরাজুল ইসলাম, মোর্শেদ আহমেদ রিপন, জহুর আলী মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম, শেখ জিল্লুর রহমান, এড. রোজিনা আক্তার, মাসুদ রানা, খাদিজা আক্তার, আরাফাত হোসেন শুভসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে তিনি বিকালে ৪নং ওয়ার্ডে কর্মীসভায় এবং সন্ধ্যায় ৩০নং ওয়ার্ডের শ্মশান ঘাটে মতবিনিময় করেন।