জন্মভূমি রিপোর্ট : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সদর থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন এ্যাড. আইউব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. ফারুক হোসেন, মো. ফায়েজুল ইসলাম টিটো।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সিটি নির্বাচনের আলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সংসদ নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠু করতে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে তাই আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের সেন্টার কমিটির সদস্য ও ক্যাম্পেইনারদের নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডের সেন্টার কমিটির সদস্য, নেতাকর্মী ও ক্যাম্পেইনারদের সাধারণ ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। পুরুষদের পাশাপাশি মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরও
প্রত্যেক বাড়ীতে গিয়ে কাজ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যা. রুনু ইকবাল বিথার, আলী আজগর মিন্টু, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ জামান সজলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত