জন্মভূমি ডেস্ক : সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
শুক্রবার (২৮ এপ্রিল) বাদ জুমা হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচন আয়োজনের জন্য পুলিশের অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ আছে। সিটি নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না। নির্বাচনের সময় কমিশন যে দায়িত্ব দিবে পুলিশ সে দায়িত্ব পালন করবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত