
বিজ্ঞপ্তি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ শনিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিটির উপদেষ্টা, সম্পাদক মন্ডলীর সদস্য ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিটি মেয়র উপস্থিত নেতৃবৃদন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নাগরিক সেবা প্রদানই সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান কাজ। উন্নয়মূলক কর্মকান্ড বাস্তবায়নের পাশাপাশি সকল সেবা নগরবাসীর কাছে পৌঁছে দিতে বর্তমান পরিষদ যথাসাধ্য চেষ্টা চালিয়েছে। সিটি মেয়র বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে। সিটি মেয়র খুলনা মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বিপুল অর্থ বরাদ্দের বিষয় তুলে ধরে বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ সংক্রমণের কারণে ইচ্ছা থাকা স্বত্বেও যথাসময়ে বিশাল এ কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে চলমান উন্নয়ন কাজ সমাপ্ত হলে খুলনা একটি আধুনিক সুযোগ সুবিধা সংবলিত স্বাস্থ্যকর নগরীতে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
নেতৃবৃন্দ মেয়র পদে পুণরায় দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জনিয়ে বলেন, তালুকদার আব্দুল খালেক এতদাঞ্চলের জনমানুষের আস্থার প্রতীক। চলমান উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, খুলনার ইতিহাসে ইতোপূর্বে এমন কর্মযজ্ঞ আর কখনো হয়নি। পরিকল্পিত এ উন্নয়নের জন্য তালুকদার আব্দুল খালেক-এর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গোপী কৃষাণ মুন্ধড়া, সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, আজম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল, রংপুর কলেজের অধ্যক্ষ ও রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, শ্যামল কুমার দাস, অধ্যক্ষ গৌরেশ্বর নিমাই দাস ভ্রহ্মচারী, অরবিন্দ সাহা, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যাপক তারক চাদ ঢালী, প্রকৌশলী পরিমল দাস ও সমরেশ সাহা, বিশ্বজিৎ দে মিঠু, মিতা বাগচি, অলোকা রাণী দাস, এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, রতন কুমার সাহা, সুজিৎ মজুমদার, উজ্জ্বল কুমার ব্যাণার্জী, বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রাম চন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস, দিপক দত্ত, তিলক গোস্বামী, প্রকাশ কুমার অধিকারী, দুলাল সরকার, সুভাষ দত্ত, ড. শেখর চন্দ্র পাল, পার্থ রায় মিঠু, রঞ্জন রায়, আশিষ কবিরাজ, গৌরাঙ্গ সাহা, শিবনাথ ভক্ত, বাবলু বিশ্বাস, তাপস সাহা, রবিন দাস, অলোক দে, ভবেষ সাহা প্রমুখ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

