
শামীম হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
নতুন পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দিন বাচচুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হাবিবুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য কাজী রেজাউল ইসলাম, ফারাজী আতাউর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শামীমা সুলতানা, অভিভাবক সদস্য দেব্রত ভদ্র, শেখ মোহাম্মদ আবেদুর রহমান, কালাম ফকির ও সাজ্জাদ মিনা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাগরিকা বেগম প্রমুখ। প্রথম সভায় বিদ্যোৎ সাহী সদস্য করা হয় জসিম উদ্দিন সোহাগ।
প্রথম সভার পূর্বে পরিচালনা পর্ষদের নতুন সভাপতিকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ভবণের সামনে পৌঁছালে পর্ষদের সদস্য, শিক্ষকমÐলী ও অভিভাবকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নতুন পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দিন বাচচু বলেন, ১৯২৬ খ্রিঃ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ে ২০০০ সালে আমি যখন ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হই তখনও যেমন ছিলো আজও তেমনি রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নতুন কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।