
বিজ্ঞপ্তি : দুদকের পিপি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. খন্দকার মুজিবর রহমান লাঞ্ছিত হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিভাগীয় স্পেশাল জজ আদালতে সরকারি দায়িত্ব পালনকালে বারের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এড. এস এম তারিক মাহমুদ তারা কর্র্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় সোমবার দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনের ১নং হলে বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এড. পারভেজ আলম খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী এড. জাহাঙ্গীর হাওলাদারের সঞ্চালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্খিতভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া সভায় জেলা দায়রা জজ ও মহানগর দায়রা জজ মহোদয়ের নিকট প্রতিবাদলিপি পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উক্ত সভা থেকে আগামী ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠেয় মানববন্ধনে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়। পরিশেষে কর্তৃপক্ষের নিকট ঘটনার সাথে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সভা শেষ করা হয়।