
বিজ্ঞপ্তি : সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী পূজায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক কমরেড সরদার রুহিন হোসেন প্রিন্সসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ গত সোমবার বিকেল ৫টা থেকে নগরীর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ বানরগাতী সার্বজনীন পূজা মন্দির, আর্য্য ধর্মসভা, সাহেবের কবরখানা, পঞ্চবীথি ও দোলখোলা পূজা মন্দির পরিদর্শন করেন। অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে এ সকল পূজা মন্দিরের নেতৃবৃন্দের সাথে কমরেড রুহিন হোসেন মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, বাংলার ঐতিহ্যবাহী শারদীয় দুর্গোৎসব আবহমান কাল থেকে চলে আসছে। এ উৎসবে সকল ধর্মের মানুষ একাত্ম হয়ে উদ্যাপন করে। এ সময়ে উপস্থিত ছিলেন সরদার রুহিন হোসেনের সহধর্মিনী শাহরিয়ার পারভীন কাকলি, সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, কমরেড আব্দুল হান্নান, কমরেড এ্যাড. চিত্তরঞ্জন গোলদার, বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড জাকির হোসেন, মৌফারশের আলম লেনিন, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ নেতৃবৃন্দ।