বিজ্ঞপ্তি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ১৯নং ওয়ার্ড কমিটির এক সভা অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। শাখা সম্পাদক কমরেড ডাঃ ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড নেতা কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড নীরজ রায়, কমরেড পারভীন আক্তার শিলা, কমরেড তুষার দত্ত প্রমুখ। সভায় বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের কার্যকর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তারা অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান। বক্তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক সংসদ নির্বাচনের দাবী করেন। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।